বরিশাল প্রতিনিধিঃ বাংলাদেশের আকাশে (সোমবার),১১ মার্চ,২০২৪ খ্রিঃ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।ফলে মঙ্গলবার ১২ মার্চ থেকে রোজা শুরু হয়।১১ মার্চ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্যদিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করেন।
তারই ধারাবাহিকতায় ধর্মপ্রাণ মুসল্লিরা আজ ১২ মার্চ ২য় তারবির নামাজে অংশগ্রহণ করেন মঠবাড়িয়া পৌরশহরের প্রাণ কেন্দ্রে নবনির্মিত মডেল মসজিদে।অনাকাঙ্ক্ষিতভাবে তারাবির নামাজরত অবস্থায় ঝুলন্ত ফ্যানের নাট বল্টু খুলে দুজন মুসল্লী আহত হন।নামাজরত মুসল্লি রুবেল ভীষণভাবে জখম হয়। আহত রুবেল কে মঠবাড়িয়া সরকারি হাসপাতালে নেয়া হয়েছে এবং তার কানে ১২ টি সেলাই লেগেছে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি(শুক্রবার),২০২৪ খ্রিঃ পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে মঠবাড়িয়া মডেল মসজিদের কার্যক্রম শুরু হয়।
ইসালিমক ফাউন্ডেশন মঠবাড়িয়া কার্যালয় সূত্রে জানাগেছে, তিন তলা বিশিষ্ট অত্যাধুনিক এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিচ তলায় রয়েছে ইমাম ও প্রতিবন্ধীদের কুরআন প্রশিক্ষণ রুম। মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা ও গাড়ি পার্কিং সুবিধা। দ্বিতীয় তলায় নামাজের স্থান এবং সামনের অংশে জানাজা নামাজের ব্যবস্থা। এছাড়া অফিস রুম, কনফারেন্স রুম, দুইটি গেস্ট রুম, ওযু ও গোসল খানা এবং তৃতীয় তলার একাংশে পুরুষ ও অপরাংশে নারীদের নামাজের ব্যবস্থা। তাছাড়া রিসোর্স রুম ও অফিস রুম সহ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের থাকার ব্যবস্থা। ইতোমধ্যে ঈমাম, মুয়াজ্জিন এবং খাদেম নিয়োগ দেয়া কার্যক্রম সম্পন্ন হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ৩০ জুলাই,রবিবার,২০২৩ খ্রিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ৫ম ধাপে পিরোজপুর জেলার,মঠবাড়িয়া উপজেলা পৌর শহরে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
অনাকাঙ্ক্ষিত আজকের ঘটনার পরে;মঠবাড়িয়া উপজেলায় ১৪ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত মডেল মসজিদ নিয়ে সাধারণ জনমনে নানা গুঞ্জন চলছে এখন।
0 মন্তব্যসমূহ