সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান

সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান
দেখতে চোখ রাখুন

ঢাকায় আসবেন সৌদি যুবরাজ

 




নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের দ্বিতীয়ভাগে ঢাকায় আসবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি সফর শেষে সোমবার (১১ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


তিনি বলেন, সৌদিতে বাংলাদেশের ৩০ লাখ প্রবাসী কাজ করে দেশে রেমিট্যান্স পাঠায়। বাংলাদেশিদের যেকোনো ইস্যুতে রিয়াদ ত্বরিত ব্যবস্থা নেবে, সৌদি আরব সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তা নিশ্চিত করেছেন।


পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলসহ নানা জায়গায় বিনিয়োগ করছে সৌদিরা। তাই সৌদির সাথে শুধু রেমিট্যান্স নয় বিনিয়োগের সম্পর্কও স্থাপন হয়েছে। দেশটিতে হজ, ওমরাহ ও ভ্রমণে ছোটখাটো কিছু জটিলতা যা আছে, তা দূর করতে ব্যবস্থা নেবে সৌদি কর্তৃপক্ষ।


আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ওআইসির মহাসচিবকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি সফরে মুসলিম সম্প্রদায়ের নেতাদের সামনে বলেছি, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। আর স্বাধীন ফিলিস্তিনে রাষ্ট্র ঘোষণায় সৌদিসহ মুসলিম বিশ্বকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ