বিশেষ প্রতিনিধি :: প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও গোজামিলের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব একথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সম্মেলিত পেশাজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বাস্তবতা বিবর্জিত এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারেনি। গোজামিলের একটা বাজেট দেওয়া হয়েছে।
এখন আমেরিকা থেকে রেমিটেন্স নয়, চুরির টাকা ফেরত আসছে’ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
0 মন্তব্যসমূহ