সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান

সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান
দেখতে চোখ রাখুন

দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যু

 





বিশেষ প্রতিনিধি::  জামালপুরে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম মারা গেছেন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


সাংবাদিক গোলাম রব্বানি নাদিম বকশীগঞ্জ উপজেলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি।


তার সহকর্মীরা জানিয়েছেন,গত মঙ্গলবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকা দিয়ে

বাড়ি ফেরার পথে নাদিমের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টায় নেওয়া হয় জামালপুর জেনারেল হাসপাতালে।সেখান থেকে আজ সকালে তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ