সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান

সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান
দেখতে চোখ রাখুন

নিজের চালিত ট্রাক্টরে প্রান গেলো চালকের

 



কুড়িগ্রাম প্রতিনিধি ::  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ জুন মঙ্গলবার উপজেলার আছিয়ার বাজার এলাকায় দাড়িয়ে থাকা ট্রাক্টরের নিচে চাপা পরে প্রান গেলো চালকের। নিহত চালকের নাম একরামুল হক (৩৮)। সে সদর উপজেলার কবির মামুদ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।


এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে একরামুল বাড়ি থেকে ট্রাক্টর নিয়ে বের হন। উপজেলার আছিয়ার বাজারে পৌঁছলে ট্রাক্টরটির চাকা ফেটে যায়। এ সময় তিনি জক নামের একটি লোহারপাত্রের ওপর ভর দিয়ে চাকাটি খোলার চেষ্টা করেন। তবে ঐ লোহারপাত্রটি স্লিপ কেটে পড়ে যায়। এতে একরামুল ট্রাক্টরটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।


তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ