সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান

সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান
দেখতে চোখ রাখুন

হাইব্রিড মডেলে’ই হবে এশিয়া কাপ রাজশাহী বিভাগ,অয়ন জামান,স্পোর্টস

 





ডেস্ক রিপোর্ট ::  এবারের এশিয়া কাপ নিয়ে টালবাহানার শেষ নেই। পাকিস্তানের মাঠে খেলতে যাবে না ভারত, তেমনটিই জানিয়ে আসছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের সুবিধার্থে এরপর পাকিস্তান আনে হাইব্রিড মডেল। শুরুতে সেই মডেল না মানলেও শেষমেশ সে শর্ত মেনেছে এশিয়ান ক্রিকেটের পরাশক্তি দেশটি।


অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তানে এশিয়া কাপের আসর বসার কথা। তবে রাজনৈতিক বৈরিতা এবং নিরাপত্তাহীনতার অজুহাতে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। এমনকি হাইব্রিড মডেলেও (শুধু ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাবে) অখুশি বিসিসিআই। ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলটিই গ্রহণ করতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেক্ষেত্রে এসিসি দ্বিতীয় ভেন্যু করবে শ্রীলঙ্কাকে। এশিয়া কাপে ভারত সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়, সেটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হলেও কিংবা ভারত ফাইনালে উঠলেও।


ছয় জাতির আগামী এশিয়া কাপে একই গ্রুপে খেলবে দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই গ্রুপের অন্য দল নেপাল। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। অন্য গ্রুপে লড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ২০২২ আসরের নিয়ম অনুসারে দুই গ্রুপের সেরা দুই দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ফাইনালে উঠলে টুর্নামেন্টে তিনবার দেখা হবে ভারত ও পাকিস্তানের। ১৩ দিনে সর্বমোট অনুষ্ঠিত হবে ১৩টি ম্যাচ।


এসিসির এক বোর্ড সদস্যের বরাত দিয়ে পিটিআই বলছে, ‌পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলে কেউ সমর্থন না দেওয়ায়, ওমান ক্রিকেট বোর্ডের প্রধান ও এসিসির নির্বাহী সদস্য পঙ্কজ খিমজী একটি সমাধান খোঁজার চেষ্টা করেছেন। সেই ধারবাহিকতায় পরিকল্পনা নেওয়া হয়েছে যে, ভারত ছাড়া পাকিস্তান-নেপাল, বাংলাদেশ-আফগানিস্তান, আফগানিস্তান-শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার ম্যাচগুলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ