সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান

সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান
দেখতে চোখ রাখুন

জেনে নিন,আজকের রাশিফলে কী আছে ?

 



মঙ্গলবার ৬ জুন ২০২৩

-----------------------------------------------------------

আজ মঙ্গলবার। আপনার কৃতকর্মের ফলাফলই প্রতিদিন আপনাকে দেওয়া হচ্ছে, এটাই সৃষ্টিকর্তার বিধান।জন্ম নক্ষত্র অনুযায়ী সামান্য কিছু কর্ম জীবনে শুভ পরিবর্তন আনবে।বাড়িতে যদি কলাগাছ থাকে, তবে মেনে চলুন এই টিপস, আর্থিক উন্নতি হবেই।

অভিজ্ঞ জ্যোতিষী এ বিষয়ে আপনাকে একজন গাইডের মতো সহায়তা করতে পারে মাত্র। জেনে নিন আপনার আজকের রাশিফল-------


মেষ রাশি

সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন। শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে।


বৃষ রাশি

ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।


মিথুন রাশি

ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাই-বোনের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন।


কর্কট রাশি

উচ্চশিক্ষার্থীদের সামনে ভাল যোগ রয়েছে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ ও আনন্দ লাভ।


সিংহ রাশি

অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে।


কন্যা রাশি

কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ।


তুলা রাশি

অবাক করে দেওয়া কোনও সুখবর পেতে পারেন। কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে।


বৃশ্চিক রাশি

ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ায় আনন্দ লাভ। সংসারে শান্তি বজায় থাকবে।


ধনু রাশি

আপনার ব্যবহারের কারণে বাড়িতে বিবাদ বাধতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।


মকর রাশি

আপনার কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে। বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন।


কুম্ভ রাশি

জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।


মীন রাশি

সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ