ঢাকা প্রতিনিধি :: রাজধানীর কারোওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মৌমরাজ ফকির (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার(৩ জুন) আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার উপ সহপরিদর্শক মোঃ ইকবাল হোসেন। তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ কারওয়ান বাজারের কাঠপট্টির পাশের রেললাইন থেকে উক্ত যুবকের মরদেহটি উদ্ধার করে। প্রথমে তার নাম পরিচয় অজানা থাকলেও পরে তার নাম পরিচয় পাওয়া যায়। মৃত মৌমরাজ কারওয়ান বাজার মাছের আড়তে পানি বিক্রি করতো। আজ কাজ শেষে দুপুরের পরে উল্লিখিত এলাকার রেল লাইন দিয়ে অসতর্কভাবে হাঁটছিল তিনি। এমন সময় তেজগাঁও থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ট্রেনের একটি ইঞ্জিনের সাথে তার ধাক্কা লাগে। এতে তার মাথায় ও পায়ে আঘাত লেগে ঘঠনা স্থলেই মৃত্য হয় তার।
তিনি আরও জানান, ফরিদপুর সদরের মানাইর চর এলাকার মৃত আজিজ ফকিরের ছেলে সে। বর্তমানে মগবাজারের আমবাগান এলাকায় ভাড়া থাকতেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে তার মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
0 মন্তব্যসমূহ