সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান

সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান
দেখতে চোখ রাখুন

ময়মনসিংহে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

 




ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মানিক (৩০) নামের এক অটোরিকশা-চালকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১ জুন) ভোরে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে এ ঘটনা ঘটে।মো: মানিক ওই গ্রামের মো: এজাহার মিয়ার ছেলে।মানিকের চাচাত ভাই মো: কামাল উদ্দিন জানান, মানিক প্রতিদিন নিজের বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে বৈদ্যুতিক চার্জ দিতেন। বৃহস্পতিবার ভোরে অটোরিকশার ব্যাটারি চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ