সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান

সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান
দেখতে চোখ রাখুন

মহিলা আওয়ামী লীগ নেত্রীর বাসায় গিয়ে ব্যবসায়ী বন্ধুর মৃত্যু

 


পাবনা প্রতিনিধিঃঃ পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পান্না আক্তারের (৪৫) বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আকরাম উদ্দিন (৪৬) নামের ওই ব্যক্তি নোয়াখালীর হাতিয়া থানার বুড়িরচর গ্রামের বাসিন্দা ও ধনাঢ্য ব্যবসায়ী। এ ঘটনায় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে। পান্না আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।


ফেসবুকের মাধ্যমে দীর্ঘ কয়েক বছর পর যোগাযোগ হয় কলেজ জীবনের বান্ধবী পান্না আক্তারের সঙ্গে। তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে আকরাম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩ জুন) ভোরে জেলার ভাঙ্গুড়া পৌর সদরের ভাঙ্গুড়া বাজারে পান্না আক্তারের বাসায় ঘটনাটি ঘটে। পান্না আক্তার ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আকরাম উদ্দিন ও মহিলা আওয়ামী লীগ নেত্রী পান্না আক্তার উভয়ের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। এক সময় তারা দু’জন হাতিয়া দ্বীপ সরকারি কলেজে পড়াশোনা করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। বছর খানেক হল, ফেসবুকের মাধ্যমে তাদের দু’জনের মধ্যে যোগাযোগ শুরু হয়। সেই থেকে মাঝে মধ্যে বন্ধু আকরাম উদ্দিন পান্না আক্তারের বাসায় আসতেন।


এদিকে ছেলে-মেয়ে বাড়িতে না থাকায় তিন সন্তানের জননী বিধবা পান্না আক্তার বাড়িতে একাই থাকতেন। ঘটনার দিন শনিবার রাতে ব্যবসায়ী আকরাম উদ্দিন তার বান্ধবীর বাসায় আসেন। ভোরবেলায় হঠাৎ তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে বন্ধুকে হাসপাতালে নিয়ে যান পান্না আক্তার। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনা চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃ্ত্যু হতে পারে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর রহস্য জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ