যশোর প্রতিনিধি:: যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। গতকাল বুধবার (৩১ মে) রাতে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, শার্শার পাঁচভুলাট সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হয়ে ভারতে যাবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি’র একটি টহল দল পাঁচভুলট সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে গোপনে অবস্থান নেয়। এসময় একজন ব্যাক্তিকে সীমান্ত দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বললে ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাপড়ের ব্যাগ ফেলে ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, স্বর্ণের ঐ চালানটি মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে স্বর্ণের বারগুলো শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
0 মন্তব্যসমূহ