সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান

সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান
দেখতে চোখ রাখুন

জেনে নিন,আজকের রাশিফলে কী আছে ?

 


রবিবার ৪ জুন ২০২৩

-----------------------------------------------------------

আজ ৪ জুন রবিবার। আপনার কৃতকর্মের ফলাফলই প্রতিদিন আপনাকে দেওয়া হচ্ছে, এটাই সৃষ্টিকর্তার বিধান।জন্ম নক্ষত্র অনুযায়ী সামান্য কিছু কর্ম জীবনে শুভ পরিবর্তন আনবে।বাড়িতে যদি কলাগাছ থাকে, তবে মেনে চলুন এই টিপস, আর্থিক উন্নতি হবেই।

অভিজ্ঞ জ্যোতিষী এ বিষয়ে আপনাকে একজন গাইডের মতো সহায়তা করতে পারে মাত্র। জেনে নিন আপনার আজকের রাশিফল-------


মেষ রাশি

যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগের আজকের দিনটি। 


মেষ রাশি

কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবে। বিষয়সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি।


বৃষ রাশি

আর্থিক ব্যাপারে ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। সারা দিন ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে।


মিথুন রাশি

বেকারদের নতুন কিছু করবার চেষ্টা বাড়তে পারে। সঙ্গীতচর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে।


কর্কট রাশি

মানসিক কষ্ট বাড়তে পারে। ভাল জিনিস নষ্ট হওয়ার যোগ। বন্ধুর থেকে ক্ষতি হতে পারে।


সিংহ রাশি

অপরকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।


কন্যা রাশি

সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে।


তুলা রাশি

ধর্মের কথা আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি হবে। মাত্রা ছাড়ানো আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।


বৃশ্চিক রাশি

 আপনার সঞ্চয় ইচ্ছা খুব বাড়তে পারে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে।


ধনু রাশি

ব্যবসায় লাভ থাকলেও টাকাপয়সা অপচয় হওয়ার সম্ভাবনা আছে। ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।


মকর রাশি

মাথায় খারাপ চিন্তাগুলো একটু দূর করুন। চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। সন্তানদের কিছু নিয়ে মনে উদ্বেগ থাকবে।


কুম্ভ রাশি

আধ্যাত্মিক কিছু কাজ করতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে।


মীন রাশি

বিদেশে যাওয়ার জন্য আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আশা কাজ নষ্ট হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ