কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম আয়োজিত ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের হলরুমে বিকেল বেলা কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দৈনিক যায়যায়দিন-এর ১৮ বছরে পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, রাজনৈতিক ব্যক্তিত্ব ইসমাইল হোসেন বাদল, দৈনিক যায়যায়দিন-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল ওয়াহেদ, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী।
সভাপতিত্ব করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি যায়যায়দিন ফুলবাড়ী প্রতিনিধি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ।
এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, নুরনবী, ফুলবাড়ী প্রেস ক্লাবের এইচ এম বাবুল, ফুলবাড়ী থানার এএসআই মানবিক শাহজালাল, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবেদ আলী, সদস্য মোস্তফা শাহরিয়ার রাসেল, সদস্য চম্পা খাতুন।
এছাড়াও ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর সহ-সভাপতি কবি আব্দুল মান্নান, সহ-সম্পাদক কবি নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ, স্থানীয় ব্যবসায়ী মফিজুল ইসলাম মফি, শিক্ষক সিরাজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক ব্যক্তিত্ব ইসমাইল হোসেন বাদল তার বক্তব্যে বলেন, মত প্রকাশের স্বাধিনতা বজায় রেখে দৈনিক যায়যায়দিন এগিয়ে যাচ্ছে।
সামনের দিনে এ পত্রিকাটি আরও এগিয়ে যাক এই প্রত্যাশা করছি। দৈনিক যায়যায়দিন-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল ওয়াহেদ বলেন, দৈনিক যায়যায়দিন-এর ১৮ বছরে পদার্পণ করার এই অনুষ্ঠানটি একযোগে সারা দেশের প্রতিনিধিরা পালন করছে। এই পত্রিকাটি সকল প্রকার নিউজ ছাপিয়ে যাচ্ছে।
কেক কাটা ও আলোচনা সভার পর আমন্ত্রিত অতিথিদের মৌসূমী ফল আম ও লিচু দিয়ে আপ্যায়ন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ