ঢাকা প্রতিনিধি:: আজ শুক্রবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ৬৬ দিন পর দুজনের মৃত্যুতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৪৮। এ সময় ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জনে। সর্বশেষ গত ২৮ মার্চ ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় এক হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় মোট এক হাজার ৫১৫টি নমুনা।
পরীক্ষায় ৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জনে। এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছে ১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ছয় হাজার ৩১৩ জনে। সুস্থতার হার ৯৮.৩৭ শতাংশ।
0 মন্তব্যসমূহ