সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান

সত্য প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান
দেখতে চোখ রাখুন

দুর্ভোগ যেন লেগেই আছে চলাচলে শিমুলবাড়ী বাসীর

 






কুড়িগ্রাম প্রতিনিধি ::কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের একটি ব্যস্ততম রাস্তা। ফুলবাড়ী সদর হইতে বালারহাট যাওয়ার মেইন রাস্তা হইতে জকুরটল মোড় থেকে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ তথা বোর্ডেরহাট বাজার হয়ে আছিয়ার বাজার দিয়ে শেখ হাসিনা ধরলাসেতু পর্যন্ত সংযোগ রাস্তা। এই রাস্তা নাওডাঙ্গা ইউনিয়ন সহ অনেক মানুষের চলাফেরার মুল রাস্তা এটা। কিন্তু বোর্ডেরহাট হতে জকুরটল পর্যন্ত রাস্তার এমন বেহাল অবস্থা গাড়ি চলাচল তো দুরের কথা অটোরিকশা ভ্যান মোটরসাইকেল এমনকি মানুষ পর্যন্ত চলাচল করছে আশঙ্কা নিয়ে কখন দুর্ঘটনা ঘটে। ছোট ছেলে মেয়েরা বিদ্যালয়ে আসার সময় যে কোনো সময় বড় দুর্ঘটনা পারে এখানে। তাছারাও এই রাস্তার পাশে একটি ইট ভাটা আছে যেখানে অনেক গাড়ি যাতায়াত হয়। বোর্ডের হাট হতে জকুরটল মোড় হয়ে ফুলবাড়ী - বালারহাট গামী ও নাওডাঙ্গা হতে লালমনিরহাট গামী বেশি গাড়ী চলাচল করে এই রাস্তায়। শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ, ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন ভুমি অফিস সহ অনেকেরি বাজারে আসার মুল রাস্তাটির এই অবস্থা। চোখে যেন পরছে না করোই। এমতাবস্থায় এলাকাবাসীর জোর দাবী এই রাস্তা সংস্কারের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ